নিজস্ব প্রতিবেদক , হুগলি, আপনজন: ডিভিসির জল ছাড়ায় যেকটি জেলা প্লাবিত হয়েছিল তার মধ্যে অন্যতম হল হুগলি।ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় খানাকুলের মাইনানে অবস্থিত নাবাবিয়া মিশন চত্বরও। এ বিষয়ে নাবাবিয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবার জানান, বন্যা পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত ঈদ-এ মিলাদুন নবী অনুষ্ঠান বাতিল করতে হয় নাবাবিয়া কর্তৃপক্ষকে। সেই অনুষ্ঠান অবশেষে অনুষ্ঠিত হল শুক্রবার। তবে, এদিন প্রথম পর্বে অনুষ্ঠিত হয় কেরিয়ার কাউন্সেলিং সংক্রান্ত সেমিনার। আর দ্বিতীয় পর্বে হয় ঈদ-এ মিলাদুন নবী। বিকালে অনুষ্ঠিত সেমিনারে পেশা ভিত্তিক কোর্সের প্রশিক্ষণ পেয়ে ছাত্রছাত্রীরা কীভাবে জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তা নিয়ে আলোচনা হয়। নাবাবিয়া মিশনের এক শিশু পড়ুয়ার নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভিক ভাষণে নাবাবিয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবার বলেন, এই মিশন থেকে পড়ে ছাত্রছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশায় নিয়োজিত হচ্ছে। কিন্তু প্রশাসনিক আধিকারিক হওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষত সংখ্যালঘু সমাজকে প্রশাসনের বিভিন্ন দফতরে প্রতিনিধিত্ব থাকা জরুরি। তাই নাবাবিয়া মিশন চায়, তাদের ছাত্রছাত্রীরা ডব্লুবিসিএস, আইএএস হয়ে উঠুক। তিনি এ ব্যাপারে মিশনের ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানান। মিশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবী মোস্তাক হোসেনের অপার সাহায্য ও সহযোিগতার কথা তুলে ধরেন। সেমিনারে নাবাবিয়া মিশনের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় আরও বেশি করে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন ‘আপনজন’ পত্রিকার সম্পাদক জাইদুল হক। যেসব ছাত্রছাত্রী লন্ডন, আমেরিকা গিয়ে উচ্চশিক্ষার পাঠ নিতে চায় তার জন্য কীভাবে এগোতে হবে, কোন কোন প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, পূর্ণাঙ্গ বৃত্তি পাওয়া যেতে পারে কিনা সে বিষয়ে বর্ণনা করেন তিনি। সেমিনারে অপর বক্তা ডব্লুবিসিএস (রেভিনিউ) অফিসার হাসিবুর রহমান প্রশাসনিক আধিকারিক হওয়ার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। হাসিবুর বলেন, ডব্লুবিসিএস পরীক্ষায় নবম দশম শ্রেণির সিলেবাস থেকেও বহু প্রশ্ন আসে। তাই মাধ্যমিকের বুনিয়াদ শক্ত হলে ডব্লুিবসিএস পরীক্ষায় তার সুফল মেলে। তিনি আরও বলেন, যেেকানও শাখায় স্নাতক হলেই ডব্লুবিসিএস পরীক্ষায় বসা যায়। তাই সাধারণ মানের পড়ুয়াদের সে সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দ্বিতীয় পর্ব শুরু হয় সন্ধ্যার পর, যা ছিল ঈদ-এ মিলাদুন নবীর মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে নাত, ক্বেরাত, বক্তব্য প্রতিযোগিতা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ইউনুস সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আলী রেজা, সমাজসেবী মোহাম্মদ ইসমাইল, মাওলানা আব্দুল করিম, মাওলানা শফিক মুন্সী, মাওলানা কামরুজ্জামান, মাওলানা সাকিবুর রহমান। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct