নিজস্ব প্রতিবেদক , মালদা, আপনজন: ৩ মাস আগে টাওয়ারের কাজে গিয়ে শক লেগে মৃত্যু হল মালদার ইংলিশ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের এক পরিযায়ী শ্রমিক নাবিউল খান।শনিবার তার নিথর দেহ কফিনবন্দি হয়ে এল গ্রামে। পরিবারের রয়েছে মা, বাবা, স্ত্রী দুই মেয়ে ও দুই ভাই সহ ৯ জন।সংসারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ৩ মাস আগে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুম্বাইয়ের শোলাপুরে। তার পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার টাওয়ারে শক লেগে পড়ে গিয়ে মারা যায় নাবিউল খান।তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তার মরদেহ গ্রামে এলে তাকে শেষ বারের মতো দেখতে প্রায় গ্রাম ও পার্শ্ববর্তি গ্রাম থেকে হাজার হাজার লোক তার বাড়ির সামনে জড়ো হয়। জানা গেছে,নাবিউল খানের বাবার সাজুল খান।সে সাজুল খানের দ্বিতীয় ছেলে। পরিবারে তার এক স্ত্রীপ্রিয়া খাতুন, দুই মেয়ে নায়েরা খাতুন ও সাকিনা খাতুন সহ ১০ ছিল। তাকে হারিয়ে রইল ৯ জনের পরিবার। এখন কিভাবে চলবে সংসার সেই চিন্তায় ভেঙে পড়েছেন তারা। পরিবারে তিনিই একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে তার পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়লেন।তার মা ও বাবার পক্ষ থেকে সরকারের কাছে করুন আর্জি যেন পরিবারটিকে এই দুর্দিনে আর্থিক আর্থিকভাবে সহযোগিতা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct