বাবু হক , হাওড়া, আপনজন: হাওড়া জেলার বিভিন্ন ধরনের বাজারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের আহ্বানে নিত্যদিনের খাদ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে আজকে বাজারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা ঘিরে কংগ্রেস নেতা নেত্রী ও কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উদয়নারায়ণপুর , আমতা,শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের আয়োজনে উদয়নারায়ণপুর বাজার,বাইনান,সাবসিট ও শশাটিতে কংগ্রেসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা লক্ষনীয় পর্যায়ে পৌঁছায় বলে জানা গেছে। এই প্রতিবাদ ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তথা চার বারের প্রাক্তন বিধায়ক অসিত বরণ মিত্র, হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি ও সম্পাদক সহ আমতা, শ্যামপুর, উদয়নারায়ণপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি বর্গ ও নেতৃত্ব বক্তব্য রাখেন পর্যায়ক্রমে বলে জানা যায় । তাঁরা হলেন সেখ জাইদুল ইসলাম,সেখ হাফিজুর রহমান, শম্ভু নাথ ঘোষ, সুপ্রিয় ঘোষ বাবু, সমরেন্দ্র নাথ মল্লিক, আতিয়ার রহমান খান সহ আরো অনেকে। নিত্যদিনের খাদ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে একদিকে কৃষকরা দিশেহারা বলেও এদিনা অভিযোগ করে কংগ্রেস।তার উপর আমজনতা র নাভিশ্বাস হয়ে উঠেছে।না আছে চাকরী, না গড়ে উঠেছে কলকারখানা, একশ্রেণীর পুলিশ ও তোলাবাজদের চলছে তোলাবাজি আমজনতা উৎকণ্ঠা য় সদারত। বিভাজনের দুই সরকার এক কেন্দ্রীয় সরকার ও দুই পশ্চিমবঙ্গ সরকার ও বিভাগীয় একশ্রেণীর আধিকারিক বর্গদের চরম উদাসীনতা আমজনতা র নাভিশ্বাস অবস্থা। রাজ্যের দরিদ্র দিন মজুর পরিবারের সদস্যরা পরিযায়ী শিল্পী ও শ্রমিক হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে নানান ধরনের সমস্যায় জর্জরিত সমানে সমানে চলেছে বৈষম্য ও বিভাজনের নোংরা রাজনীতি। এই সবের প্রতিবাদে রাজ্যজুড়ে আজকে বাজারের সামনে কংগ্রেসের বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্যে দুই সরকারকে তুলোধুনা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct