নিজস্ব প্রতিবেদক , বসিরহাট, আপনজন: ওয়াকফ সংশোধনী আইন-২০২৪ এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি বাতিলের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হল বসিরহাটে ৷ পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের উদ্যোগে ওবিসি পুনর্বহালের দাবিতে ওই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপক আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্টজনেরা ৷ ওই সভায় বক্তব্য রাখার সময় বিশ্লেষকদের ওয়াকফ সংশোধনী আইন-২০২৪ এর বিরুদ্ধেও সরব হতে দেখা যায় ৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুল হান্নান ৷ তিনি বক্তব্য রাখার সময় ওবিসি সার্টিফিকেট বাতিলের ফলে সংরক্ষণের ক্ষেত্রে ওবিসিরা কতটা সমস্যায় পড়বে তা বিশ্লেষণ করেন ৷ বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও তা বিলম্বিত হওয়ায় রাজ্যের ওবিসি শংসাপত্রধারীরা যে সমস্যার মধ্যে রয়েছে তা উল্লেখ করে রাজ্য সরকারকে বিকল্প পথ গ্রহণ করে ওবিসি সমস্যা নিরসনের পরামর্শ দেন আব্দুল হান্নান ৷নাগরিক সমাজের সভাপতি আরশেদ আলী মোল্লা সম্পাদক গোলাম ছাত্তার গাজীরা জানান, ‘ওবিসি শংসাপত্র বাতিলের বিষয়টি বিচারাধীন থাকায় সমস্যায় পড়ছেন লক্ষ লক্ষ শংসাপত্রধারীরা ৷ শিক্ষার্থী থেকে চাকরি প্রার্থী সকলেই সমস্যায় রয়েছেন ৷ নতুন নিয়োগের ক্ষেত্রে সরকার ও বাঁধার সম্মুখীন হচ্ছেন ৷ বিষয়টি দ্রুত সমাধান এবং ওবিসি পুনর্বহালের দাবিতে সরকারের কাছে আমাদের এই আলোচনা সভা ৷’ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর জহর এ মন্ডল ৷ তার মতে এসব কিছুই ‘সংখ্যালঘুদের উপর একটি আঘাত ৷’ এদিন তিনি ওয়াকাফ সংশোধনী আইন ২০২৪ এর সমস্যা নিয়েও আলোচনা করেন ৷ সভায় উপস্থিত বিশিষ্ট আলোচকদের মতে, ‘সবার জন্য এক আইন এটা নয়, দুর্বলের জন্যও আইন হতে হবে । এটাই হবে প্রকৃত আইন ।’ তাই সরকারকে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান তাঁরা ৷ এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আব্দুল্লাহ সাহাজী, বিধান গাইন, সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, আইনজীবী রাবিয়া খাতুন, মনোজ মল্লিক, বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, শাহনাজ আলম, আইয়ুব আলী মোল্লা, সহরব হোসেন প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct