সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: ফের ভোট বয়কটের ডাক তালডাংরা বিধানসভা এলাকায়। এবার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর পঞ্চায়েতের আড়াবাড়ি গ্রামের ভোটারগণ ভোট বয়কটের ডাক দিয়েছেন। গ্রামে পড়েছে পোস্টার। রাস্তা সহ পানীয় জলের দাবিতে ক্ষোভ বাসিন্দাদের। গ্রামের উন্নয়নের দাবি নিয়েই তাঁদের এই সিদ্ধান্ত। ভোট আসে, ভোট যায়, গ্রামে আসেন নেতা নেত্রীরা, মেলে প্রতিশ্রুতি! কিন্তু এখনও পর্যন্ত পাকা রাস্তা নেই গ্রামে।তালডাংরা বিধানসভার উপনির্বাচন দোরগোড়ায়। এই আবহে ভোট বয়কটের ডাকে অস্বস্তিতে প্রশাসন। বাসিন্দারা জানান, পাশের পুখুরিয়া গ্রামে প্রাথমিক স্কুল, আইসিডিএস কেন্দ্র সারেষবাঁকড়া গ্রামে, ভোট দিতে যেতে ২ কিমি দুরে ললতিধরা গ্রামে। কিন্তু কাঁচা বেহাল রাস্তা দিয়ে যাতায়াত বাসিন্দাদের । এই পরিস্থিতিতে বাসিন্দাদের দাবি পূরণ না হলে আসন্ন তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তাঁরা ভোট দান থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির দাবি স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা হয়নি।নেই বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগও ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct