নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: টেস্ট রিপোর্ট আইজিএম ছিল। টেস্ট রিপোর্ট কোথায়? ডেঙ্গু ফিভার লিখে দায়িত্ব এড়ানো যায় না। তার যে সাপোর্টিং ডকুমেন্ট দেয়নি আরজি কর। টেস্ট রিপোর্ট না থাকলে মুখে বলে দিলাম । স্বাস্থ্য ভবন কে তদন্ত করতে বলা হয়েছে। প্রচার হয়েছে অনেক কমেছে ডেঙ্গু ,ম্যালেরিয়া। শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন, মেয়র ফিরহাদ হাকিম। আরজি কর হাসপাতালে ডেঙ্গু মৃত্যু নিয়ে বিতর্ক। কলকাতা পৌর সংস্থার ডেঙ্গু প্রতিরোধে জন্য অভিযান চালিয়ে যাচ্ছি বলে দাবি মেয়রের। তিনি আরোও বলেন, গঙ্গা ঘাটের ভাঙ্গন নিয়ে আমি পোর্ট ট্রাস্টকে চিঠি দিয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠির দেওয়া হয়েছে। এখানে ড্রেজিংয়ের দরকার।নির্বাচন শেষ হলেই আমরা পোর্ট ট্রাস্টের সঙ্গে বৈঠক করব বলে জানান মেয়র।
লেক থানার অন্তর্গত একটি বেআইনি বাড়ি নিয়ে কেস চলছে। তার পরেও নির্মাণের কাজ চলছে। মেয়র জানিয়েছে আমরা কাজ আটকে রেখেছি। কোর্ট যে ভাবে নির্দেশ দেবেন আমরা সেই ভাবে কাজ করব। বেআইনি নির্মাণের দায়িত্ব কাউন্সিলরদের নয়। আমি প্রশাসন দেখতে আসিনি। আমি বিধায়ক কে জিএসটি দিচ্ছ কি দিচ্ছে না সেটা কি আমি দেখতে যাবো। কাউন্সিলরদের দায়িত্ব বেআইনি নির্মাণ দেখার কাজ নয়। কথা বলা খুব সহজ। কিন্তু প্রমাণ করা কঠিন। একটা জনপ্রতিনিধি বলে চোর নয়। সবাই চোর নয় বলেন মেয়র। আমাদের নতুন প্রকল্পের বেশ কয়েকটি ওয়ার্ডে যেখানে নিকাশি ব্যবস্থা নেই। সেটা এই ওয়ার্ডগুলিতে ছিল না সেটা
ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে, বলে আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের। আমাদের দূষণের মাত্র খুব হাই হয়ে গিয়েছিল। সব বোরোকে এক্সোস নির্মাণ কে নোটিশ দিতে হবে। যাতে কোথাও খোলা নির্মাণ করা যাবে না। শহরের সমস্ত গাছে মিস্ট ক্যানন এবং স্পৃঙ্কারের কাজ হচ্ছে। মেয়র বলেন, রজি করের আইনের এর ভেলিডিটি নেই। প্রচার পাবেন। আইনের ভালিসিটি হচ্ছে তদন্ত। তারাই গিয়েছিলেন সিবিআই এর কাছে। তদন্তের একটা প্রসেস আছে। কালকে যদি কোনো তদন্ত ভুল হবে। এই তদন্ত সিরিয়াসলি করতে হবে। রাস্তায় কি চার্জশিট দিলাম। তার কোনো গুরুত্ব নেই। আমি কাউকে পছন্দ করছি না বলে অভিযোগ করে দেব সেটা হয় না। সুপ্রিম কোর্ট তদন্ত করতে পারবে না। কেসের শুনানি লোয়ার কোর্ট করবে। এটা তো ঠিক বামপন্থীরা এই আন্দোলন করেছে। এই অপরাধের ফাঁসি কার্যকর করা উচিত। বিধান সভায় একটা অপরাজিতা আইন হয়েছে। সেটা রাষ্ট্রপতি কাছে যাচ্ছে। এত বড় একটা জায়গায় বড় ছোট একটা ভুল হতেই পারে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় ,অনেক ক্ষেত্রে টেকনিক্যাল ফল্ট হতেই পারে। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয়,কিন্তু প্রমাণ হয় না। সন্দেশখালি এবং আরজি কর হচ্ছে তার প্রমাণ বলেন মেয়র ফিরহাদ হাকিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct