আপনজন ডেস্ক: ব্যাঙ্ককে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৯ তম এশিয়ান ক্যারাটে টুর্নামেন্ট। এই উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক। এই প্রতিযোগিতায় ভারত থেকে অংশ গ্রহণ করবে তিন জন প্রতিনিধি। তার মধ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বাসিন্দা রাকেশ রজক ৭৫ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করবেন বাঙলা থেকে। বাকি দুই জনের একজন উওর প্রদেশের, অপর একজন কর্নাটক রাজ্যের প্রতিনিধিত্ব করবেন। মোট পঁচিশটির বেশি দেশের প্রতিযোগী এই মহাদেশীয় ক্যারাটে টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। পশ্চিমবঙ্গ থেকে অফিসিয়াল দায়িত্বে থাকবেন তিনজন। শেনসেই সুনীল ফারিকর অল এশিয়া টুর্নামেন্টের রেফারি হিসেবে মনোনীত হয়েছেন। আর টিম ম্যানেজারের দায়িত্বে থাকছেন রাজ্যে তথা দেশের অন্যতম ক্যারাটে বিশেষজ্ঞ শেনসেই শিশির বাগ এবং বাঙলার প্রখ্যাত ক্যারাটে প্রশিক্ষক ( কোচ) শেনসেই মিলন বাদ্যকর থাকছেন ভারতীয় কোচ হিসেবে। বাঙলা থেকে আরও একজন প্রতিনিধি এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পাসপোর্ট সংক্রান্ত সমস্যার জন্য শেষ মুহূর্তে তাঁর ব্যাঙ্কক যাত্রা স্থগিত হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct