আপনজন ডেস্ক: রিয়াল মাদ্রিদ ৪: ০ ওসাসুনা। বার্সেলোনা ও এসি মিলানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে হতাশার সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের ছন্দহীনতা ও কোচ কার্লো আনচেলত্তির কৌশলে শোনা যাচ্ছিল নানান কথা। এমনকি ব্যর্থতার দায়ে আনচেলত্তির পদ হারানোর গুঞ্জনও ছিল বাতাসে। সব সমালোচনার জবাব দেওয়ার জন্য রিয়ালের হাতে মোক্ষম উপায় ছিল একটি, মাঠে দারুণভাবে ফিরে আসা। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসার সেই গল্পটাই লিখলেন ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ৪১ পয়েন্টে রদ্রির কাছে ব্যালন ডি’অর হারানো ভিনি আজ ওসাসুনার বিপক্ষে করেছেন দারুণ এক হ্যাটট্রিক। ভিনির হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচ দিয়ে ১৭৯ দিন পর গোলে ফিরেছেন জুড বেলিংহামও।
সময়ে পরিত্রাণের খোঁজে রিয়াল
ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছেও ৪–০ গোলে। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমাল রিয়াল। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ১২ ম্যাচে ২৭, সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩।
বার্নাব্যুতে আজ ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল রিয়াল। দুই প্রান্তকে দারুণভাবে ব্যবহার করে একের পর আক্রমণে যেতে থাকে তারা। অ্যাটাকিং থার্ডে প্রথম মিনিট থেকেই ভিনিসিয়ুস–রদ্রিগো–এমবাপ্পে–বেলিংহামরা ছিলেন সপ্রতিভ। সাম্প্রতিক সমালোচনার জবাব দিতেই হয়তো এমন আক্রমণাত্মক রূপে মাঠে নামেন রিয়াল তারকারা। এর মধ্যে ম্যাচের ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন রদ্রিগো। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকান ওসাসুনা গোলরক্ষক সের্হিও হেরেরা। ইতিবাচক শুরু করা রিয়াল ধাক্কা খায় ম্যাচের ২০ মিনিটে। সদ্য চোট কাটিয়ে ফেরা রদ্রিগো আবারও চোটে পড়ে মাঠ ছাড়েন। এই ধাক্কা কাটানোর আগেই আসে দ্বিতীয় ধাক্কা। ৩০ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আরেক ব্রাজিলিয়ান এদের মিলিতাও। তাঁর পরিবর্তে মাঠে নামেন অভিষিক্ত রাউল আসেনসিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct