আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় গণহত্যায় মৃতের সংখ্যা সাড়ে ৪৩ হাজার ছাড়িয়েছে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৫৫২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় গাজায় মৃত্যু হয়েছে ৪৪ জন ফিলিস্তিনির। এছাড়া ইসরায়েলে আক্রমণে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৭৬৫ জন আহত হয়েছেন।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্যমতে, গাজায় বর্তমানে চলমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গাজায় প্রাণ হারানো সাড়ে ৪৩ হাজার মানুষের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছেন। এছাড়া আহতদের অনেকেই এখন শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন। গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়ায় আহতদের সুচিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না। এদিকে গাজা উপত্যকায় চলমান সংঘাতের কারণে মানবিক সহায়তা সরবরাহ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সাহায্য পাঠানোর চেষ্টা করলেও অবরোধের কারণে তা সঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রীর অভাবে মানবিক সংকট চরমে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct