আপনজন ডেস্ক: স্ত্রীকে ঘিরে সৃষ্ট বিতর্কের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বিলাসবহুল ডিওর হ্যান্ডব্যাগ গ্রহণ এবং বিনিয়োগ মার্কেটে হস্তক্ষেপ।
শুক্রবার (৮ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, তার স্ত্রী কিম কেওন হি’র আরো অধিক সচেতন হওয়া উচিত ছিল। তিনি যা করেছেন সেটা সম্পূর্ণভাবে নিন্দনীয় কাজ। তবে প্রেসিডেন্ট সুক ইওল এও বলেন, তার স্ত্রীকে নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে তা অতিরঞ্জিত।
প্রেসিডেন্ট বলেন, ফাস্ট লেডির যাবতীয় কার্যক্রম তদারকির জন্য তিনি একটি পদক্ষেপ গ্রহণ করবেন। তবে প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিরোধীতা করেছেন তার স্ত্রী।
স্ত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ইউনের জনপ্রিয়তা যখন ধ্বসের দিকে তখন তিনি দেশটির জনগণের কাছে ক্ষমা চাইলেন।
২০২৩ সালের শেষ দিকে বামপন্থী একটি ইউটিউব চ্যানেল ভয়েস অব সিউল একটি ভিডিও প্রকাশ করে। যেখানে অভিযোগ করা হয় ফাস্ট লেডি কিম কেওন একজন ধর্মযাজকের কাছ থেকে ৩ মিলিয়ন ওন বা ২ হাজার ২০০ ডলারে একটি ডিওর হ্যান্ডব্যাগ নিয়েছেন। এছাড়া তিনি যে ঘড়ি ব্যবহার করেন তাতে একটি লুকানো ক্যামেরা লাগানো রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct