আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় জিপিএস (GPS) জ্যামিং হামলা চালিয়েছে উত্তর কোরিয়া বলে অভিযোগ করেছে সিউলের সামরিক বাহিনী। এই হামলার ফলে দক্ষিণ কোরিয়ার বেশ কিছু জাহাজ এবং অসংখ্য বেসামরিক বিমানের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়।
উত্তর কোরিয়ার এই অভিযানের মাত্র এক সপ্তাহ আগে তারা তাদের উন্নত শক্তিশালী কঠিন জ্বালানি ভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে সৈন্য পাঠিয়েছে।
শুক্রবার দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের উসকানির বিরুদ্ধে সজাগ থাকার সংকল্প জানায়। সিউলের যৌথ প্রধানরা জানান, উত্তর কোরিয়া হেজু এবং কায়েসং এলাকায় জিপিএস জ্যামিং ঘটিয়েছে। এতে কয়েকটি জাহাজ এবং অসংখ্য বেসামরিক বিমান কিছুটা অপারেশনাল ব্যাঘাতের সম্মুখীন হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct