আপনজন ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের কাছে লেবানিজ বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ শহরতলীর বুর্জ আল-বারাজনেহ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএএ)-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলার সময় বৈরুত শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের শিখা ও কালো ধোঁয়া পুরো শহর ঢেকে গেছে।
এছাড়া হামলা চালানো হয়েছে বৈরুতের আল-জামুস এলাকাতেও। তবে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই হামলার আগে ঐ এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেননি, এমনটি জানানো হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।
ইসরায়েলি হামলায় লেবাননের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হয়নি, তবে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩ হাজার ১১৭ জন নিহত এবং ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন। গাজার পরিস্থিতি আরো ভয়াবহ। সেখানে ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৫০৮ জন নিহত এবং ১ লাখ ২ হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct