মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: মহামেডান-০ ইস্টবেঙ্গল -০। আর কবে জিতবে মহামেডান!
ম্যাচের ৩০ মিনিটেই ইস্টবেঙ্গলের দু দু’জন খেলোয়াড় রেড কার্ড দেখে মাঠের বাইরে।বাকি একঘন্টা, ইনজুরি সময় ধরলে ৭০ মিনিট ৯ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ছন্নছাড়া,ঘুমপাড়ানি আর বিরক্তিকর ফুটবল উপহার দিল সাদাকালো ব্রিগেড। বরং ইস্টবেঙ্গলকে জেনুইন পেনাল্টি থেকে বঞ্চিত না করলে হয়তো আরও বড় লজ্জা অপেক্ষা করছিল শতাব্দী প্রাচীন মহামেডানের জন্য।
কোনো এক অজানা কারনে কলকাতার দলগুলি বাঙালিদের প্রতি যেন দুয়োরানীর আচরন করছে।এ যেন অনেকটা ‘বাঙালী ইংরেজি বলে নিজেকে স্মার্ট প্রমান করার মতো ব্যাপার’ অর্থাৎ ভিনরাজ্য মানেই বিদেশি সমতুল্য। আর বাঙালি হলে লজ্জা লাগে!
তা নাহলে এই টিমের মাঞ্জুকি, ফ্রাঙ্কাদের থেকে মহীতোষ,তন্ময়,সজলরা কোন দৃষ্টিকোণ থেকে খারাপ?
যাইহোক, ন জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহামেডান জিততে পারেনি,সেই ম্যাচের রিপোর্টে কিইবা লেখা যেতে পারে।বলার মতো কেবল দুটো লাল কার্ড,ইস্টবেঙ্গল পেনাল্টি বঞ্চিত,মহামেডানের খারাপ প্রদর্শন আর দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গলের সারাক্ষণ মাঠে শুয়ে সময় কাটানো;এটাই নির্যাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct