আপনজন ডেস্ক: সুদূর নরওয়েতে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসঙ্ঘের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে নরওয়ের রাজধানী ওসলোতে আয়োজন করা হয়েছে ১৭ থেকে ২২ শে নভেম্বর অব্দি এক বিশেষ অনুষ্ঠানের। সেমিনার ও আলোচনায় এই টানা ৬ দিন ধরে নানা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেককে। নরওয়ের সংসদ পরিদর্শন করার আমন্ত্রণ জানানো হয়েছে একই সঙ্গে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণে সাড়া দিয়ে নরওয়ে যাবেন কিনা সে ব্যাপারে শনিবার রাত পর্যন্ত জানা যায়নি। চলতি বছরের গত মার্চ মাসে নরওয়ে সরকারের সঙ্গে ভারত সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে ১৭ থেকে ২২ শে নভেম্বর রাষ্ট্রসঙ্ঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত অনুষ্ঠানটি আয়োজন করেছেন নরওয়ে সরকার। মনে করা হচ্ছে এই ধরনের একটি আলোচনা চক্রের পাশাপাশি সেখানে সংসদ ভবন পরিদর্শন ও বাণিজ্যিক দিককে মজবুত করতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সঙ্গে আলোচনার একটি বড় সুযোগ পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই দেশের সম্পর্কের পাশাপাশি এ রাজ্যের জন্য নরওয়ের শিল্পপতিদের আহ্বান জানানোর ক্ষেত্রে এবং বঙ্গে বিনিয়োগ আনার বিষয়ক একটি বড় সুযোগ আসতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে। আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে নারী নিরাপত্তা নিয়ে বিরোধীরা যখন সুর চড়াচ্ছেন, নারী নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে সেই সময় রাষ্ট্রসঙ্ঘের নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে আলোচনাচক্রে অভিষেককে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল। চোখের চিকিৎসা করে আসার পর জন্মদিনে অনুগামীদের মাঝে দেখা গিয়েছিল অভিষেককে। এরই মাঝে সুদূর নরওয়ে থেকে নারী ক্ষমতায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যুবরাজকে এই আমন্ত্রণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct