মোল্লা মুয়াজ ইসলাম, হাওড়া, আপনজন: রাজ্যের প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন রাজ্যজুড়ে বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বাস্থ্যসাথীসহ বিভিন্ন প্রকল্পের রূপায়নে এই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাওড়ার সাঁতরাগাছির কান্ট্রি ক্লাবে সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে এক বর্ধিত সভার আয়োজন করে, যেখানে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কলকাতা, বর্ধমান, মেদিনীপুরসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাড়ে ছ’শোর বেশি নার্সিংহোম মালিক উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে সুবিধা-অসুবিধা নিয়ে বিশদে আলোচনা করা হয়।
সংগঠনের ট্রাস্ট রেজিস্ট্রেশনের পাশাপাশি, নতুন করে সোসাইটি রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি.এন.এ.এইচ-এর রাজ্য চেয়ারম্যান আলহাজ উদ্দিন, রাজ্য সম্পাদক কানাইলাল দাস, এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। নতুন সোসাইটি কমিটি ঘোষণা করা হয় এবং ভবিষ্যতের রাজ্য সম্মেলনসহ বিভিন্ন
কার্যক্রম ও স্বাস্থ্যসাথী প্রকল্পকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।
সংগঠনের রাজ্য চেয়ারম্যান বলেন, “সময়ের প্রয়োজন মেনে আমরা সোসাইটি রেজিস্ট্রেশন করছি। কিছু গোষ্ঠী আমাদের নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে, কিন্তু আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য স্পষ্ট করে বলেন, এই ট্রাস্ট কোনো ব্যক্তির সম্পত্তি নয়; এটি সম্পূর্ণরূপে পাবলিকের জন্য।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct