সমীর দাস, কলকাতা, আপনজন: আগামী ১৩ তারিখ রাজ্যে ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। পাহাড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থা মোটেই স্বস্তিদায়ক নয়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বার বার পাহাড়ে গিয়ে জনসংযোগ বাড়াতে চাইছেন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১১ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং পৌঁছনোর কথা। এবার প্রথম দার্জিলিংয়ে এসে সরস মেলার উদ্বোধন করবেন তিনি। এই সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন ধরে তা চলবে। ১২ নভেম্বর সরস মেলার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের নানা প্রান্তের হস্তশিল্পীরা এই মেলায় যোগ দেবেন। তাছাড়াও
ওখানে এসেই জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে সূত্রের খবর। একথা ঠিক পাহাড়ে মুখ্যমন্ত্রীর কোনো রাজনৈতিক সভা নেই। কিন্তু তিনি এভাবেই জনসংযোগ বাড়িয়ে উপনির্বাচনে তার ডিভিডেন্ট নিতে চাইছেন।
উত্তরবঙ্গের সিতাই এবং মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন আছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বেশ তাৎপর্যপূর্ণ। যদিও তিনি উপনির্বাচনের প্রচারে যাচ্ছেন না। কিন্তু পাহাড় থেকে সমতল সবক্ষেত্রের মানুষের সঙ্গে তাঁর দেখা হবে। তখনই মানুষের মাধ্যমে দলীয় প্রার্থীর সমর্থনে কিছু কথা বলতে পারেন। ইতিমধ্যে নতুন সাজে শেষে উঠেছে পাহাড়। আরও জানা যাচ্ছে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct