আসিফা লস্কর, সাগর, আপনজন: দুই দফা দাবি কে সামনে রেখে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের জলপথের সমস্ত শাখার শ্রমিকেরা। মূলত তাদের দাবি সরকারের সহোষিত বেতন পরিকাঠামো চালু ও ঠিকাদারি প্রথা বাতিল ও সকল কর্মীকে সংস্থার নিজস্ব চুক্তিতে নিয়োগ এই দাবীকে সামনে রেখেই আগামী সোমবার থেকে সমস্ত জলপথে ভেসেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্মীরা। আর এই বিষয় নিয়েই গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গায় যেখানে জলপথের মাধ্যমে যাতায়াত করতে হয় সেই সমস্ত জায়গায় নোটিশ দিয়ে জানানো হয়েছে ইতিমধ্যেই। মূলত কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে গেলে লর্ড নাম্বার এইট হয়ে কচুবেড়িয়া ঘাটে পৌঁছাতে হয় অন্যদিকে আরও বেশ কিছু জায়গায় এই ভাবেই যাতায়াতের একমাত্র মাধ্যম এই ভেসেল পরিষেবা আর সেখানে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্মীরা। মূলত তাদের দাবি এই বিষয় নিয়ে একাধিকবার প্রশাসন থেকে শুরু করে সরকারকে জানানোর পরেও শুধুমাত্র আশ্বাস মিলেছে কোন সুরাহা মেলেনি তাই অগত্যা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভেসেল কর্মীরা। অন্যদিকে সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত তার দিনে এইভাবে ভেসেল পরিষেবা বন্ধ হয়ে গেলে অনেকটাই অসুবিধা সম্মুখীন হবে নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ। এ বিষয়ে ভেসেলের এক কর্মী অসিতকুমার দাস তিনি জানান, বহুবার রাজ্যের ভূতল পরিবহন দপ্তরের জানিয়েও কোনো রকম সদুত্তর আমরা পাইনি। বাধ্য হয়েই আমরা অনির্দিষ্টকালের জন্য ভেসেল পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে পথ বেছে নিয়েছি। আমরা জানি যাত্রীদের অনেক অসুবিধা হবে কিন্তু। কিছু করার নেই আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্যের পরিবহন দপ্তর না মানছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এ বিষয়ে এক নিত্যযাত্রী তিনি জানান, রাজ্যের বিচ্ছিন্ন একটি দ্বীপ সাগর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ভেসেল পরিষেবা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct