নিজস্ব প্রতিবেদক, ভাটপাড়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়াতে হানা দিল পুলিশ। মুম্বাই হাইকোর্টের নির্দেশে ভাটপাড়া এলাকার স্থির পাড়া জগন্নাথ কলোনিতে হানা দেয় পুলিশ। জিতু ভার্মা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে একটি চক্র একটি নামি কোম্পানির মাথার নারকেল তেলের নকল তৈরি করছিল দীর্ঘ পাঁচ বছর ধরে। সেখান থেকে প্রচুর পরিমাণে নকল নারকোল তেলসহ সেই নামেই সংস্থার ডুপ্লিকেট ছিপি ও কন্টেনার আটক করে পুলিশ। শুধু তাই নয়, সেখান থেকে নামি কোম্পানির নকল নারকেল তেল তৈরির ছিপি ও কন্টেনার তৈরি মেশিন উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে, ওই একই কারখানা থেকে আরও একটি নামে কোম্পানির মাথায় ব্যবহার করার সুগন্ধ তেলের ছিপি ও কন্টেনার উদ্ধার হয়েছে। এই চক্রটি চালাচ্ছিল পাশ থেকে ৬ জন মিলে। দীর্ঘ পাঁচ বছর ধরে এই চক্রটি চলছিল। এই চক্রটি দুটি প্রসিদ্ধ সংস্থার ডুপ্লিকেট মাথার সুগন্ধ ও নারকেল তেল তৈরি করে রাজ্যের বিভিন্ন অত্যন্ত গ্রাম ও বিহারের বিভিন্ন জেলায় পাচার করা হত। কিন্তু তল্লাশির সময় এই চক্রের মূল পান্ডা জিতু ভার্মা পালিয়ে যায়। চক্রের অন্যান্যদের ধরতে শুরু হয়েছে জোর তল্লাশি।মুম্বাই হাইকোর্টের নির্দেশে তার বাড়ি দেওয়ালে পুলিশ লুক আউট নোটিশ লাগিয়ে দিয়েছে। এই অপরাধে পলাতক জিতু ভার্মাকে জামিন নিতে হলে মুম্বাই হাইকোর্টে আত্মসমর্পণ করতে হবে। ওই কারখানার যাবতীয় ডুপ্লিকেট নারকল এবং সুগন্ধ তেলের উপকরণ ও মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। চিকিৎসকদের মতে এই নকল তেল ব্যবহার করলে চুলের যেমন ক্ষতি হতে পারে তেমনি ত্বকেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যথেষ্ট। রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যন্তর এলাকা গুলিতে এই ধরনের আরো চক্র আছে কিনা তা জানতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct