চন্দনা বন্দ্যোপাধ্যায়, সাগর, আপনজন: পথশ্রীর হতশ্রী অবস্থা, খোদ মন্ত্রীর এলাকায়, দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মহিলাদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর,যে এলাকার মানুষ বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, আর সেই মন্ত্রীর সাগর ব্লকেই পথশ্রী প্রকল্পে রাস্তার দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ এলাকার মহিলাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী, মূল লক্ষ্য গ্রামের মাটি কিংবা ইটের রাস্তা গুলিকে কংক্রিটের রাস্তায় মুড়ে দেওয়া।দ: ২৪ পরগনা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগরের রামকরচর অঞ্চলের অন্তর্গত হরিণ বাড়ি বালিকা বিদ্যালয় হইতে তড়িৎ মাইতি মোড় পর্যন্ত ১.১ কি. মি রাস্তায় কংক্রিটের সাইনবোর্ড লাগানো হয়েছে যার ব্যয় ৪১.৮৪. ৪৪. ০০. টাকা। কাজের শুরুর তারিখ ০৮/০৫/ ২০২৩ ও শেষের তারিখ ১৬/০৬/ ২০২৩ পোস্টার লাগানো হলেও গ্রামবাসীদের অভিযোগ তড়িৎ মাইতি মোড় পর্যন্ত রাস্তা কংক্রিট করা হয়নি, প্রায় ৫০০ থেকে ৬০০ মিটার আগে শেষ করে দেওয়া হয়েছে, পোস্টার লাগানো হয়েছে তড়িৎ মাইতি মোড়। এখনো বেশ কিছুটা রাস্তা ইটের রয়েছে সেটুকুর ও বেহাল দশা, গ্রামবাসীদের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় খুব সমস্যার মধ্যে তাই তাঁরা আজ এই রাস্তার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। এব্যাপারে জেলা পরিষদের সদস্য তৃনমূল কংগ্রেসের সন্দীপ পাত্র বলেন, যতটুকু টাকা ছিল কাজ হয়েছে বাকিটুকু পরে হবে। লোকেশন দেওয়া থাকলে পুরোটাই যে কাজ হবে তার কোন মানে নেই। বিরোধী দলের এক নেতা বলেন, শাসক দলের কাছে দুর্নীতি একমাত্র ভরসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct