নিজস্ব প্রতিবেদক, হাড়োয়া, আপনজন: রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাচ্চাদের মিড ডে মিল, গরীর মানুষের রেশনে সর্বত্রই পাহাড় প্রমাণ দুর্নীতিতে জড়িয়ে শাসক তৃণমূল কংগ্রেস। তাই আসন্ন উপনির্বাচনে ঐ দলটিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানালেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। আজ হাড়োয়া উপনির্বাচনের এক নির্বাচনী সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। উত্তর ২৪ পরগণার দেগঙ্গার ডাবহাটায় আইএসএফ প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলামের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বামফ্রন্টের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। নওসাদ সিদ্দিকী বলেন, হাড়োয়া অঞ্চলের কৃষক সমাজ, আদিবাসী সমাজের চাওয়া পাওয়া নিয়ে আইএসএফ সোচ্চার হবে। তার জন্য আইএসএফ প্রার্থীকে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাড়োয়ায় অপপ্রচারে নেমেছে।
আজকের এই জনসভায় আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি, রাজ্য কমিটির সদস্য কুতুবুদ্দিন ফাতেহি, জামির হোসেন, শিক্ষক নেতা মাহিউদ্দন (মাহি) সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন সিপিআইএম নেতা নিরাপদ সর্দার, আহমেদ আলি খান, কলতান দাসগুপ্ত প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct