মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দীর্ঘ প্রতীক্ষার পর বাঁকুড়া মশাগ্রাম থেকে হাওড়া পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হতে চলেছে। চলতি মাসের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাঁকুড়া মশাগ্রাম রেললাইনকে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে। এর জন্য কর্ড লাইনের বিভিন্ন সিগন্যাল সংক্রান্ত কাজও করা হচ্ছে, যার কারণে এই সময়ের মধ্যে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে এই বিষয়ে নোটিফিকেশন করা হয়েছে।
যা নিয়ে খুশি বাঁকুড়া-বর্ধমান দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে তারা এই সরাসরি ট্রেন সেবা শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন। নতুন সংযোগের মাধ্যমে যাত্রীদের হাওড়া পৌঁছানো আরও সহজ এবং দ্রুত হবে, সেই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও সুবিধা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই নতুন সেবা চালু হলে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া ও এর আশপাশের অঞ্চলের যাত্রীরা হাওড়ার সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন করতে পারবেন। তাছাড়া, দক্ষিণ দামোদরের বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করবে।
অনেকগুলো জেলার জন্য সুখবর হলেও শহর বর্ধমানের জন্য এই খবর অত্যন্ত দুঃসংবাদের। দক্ষিণ দামোদর এলাকার বাস বর্ধমান শহরে প্রবেশ করতে পারে না আর এই প্রবেশ না করানোর কারণে বর্ধমানের ব্যবসা-বাণিজ্যের অবস্থা এমনিতেই খারাপ। এরপর এইদিকে ট্রেন যদি হাওড়া যাতায়াত সহজ হয় তাহলে আর বর্ধমান শহরে যে মানুষগুলোই যাচ্ছিল তারা আর যাবেন না। একই তো বর্ধমান শহরে যাওয়া আসা করতে অনেক বেশি খরচা হয়ে যায়। অবিবেচক কিছু মানুষের অদূরদর্শিতার কারণে শহরে বাস ঢোকা বন্ধ হয়েছে। বলা হয়েছিল যে বর্ধমান শহরকে যানজট মুক্ত করা হবে কিন্তু সেই জায়গায় অতিরিক্ত টোটোর কারণে বর্ধমান শহর আরো বেশি যানজট যুক্ত হয়েছে এ বিষয়ে প্রশাসনের সঙ্গে অনেকবার আলাপ আলোচনা করা হলেও প্রশাসনের তরফ থেকে সেরকম সৎ উত্তর পাওয়া যায়নি। প্রাচীন শহর বর্ধমান ঐতিহ্যশালী ইতিহাসের শহর বর্ধমানের ব্যবসা বাণিজ্য কোণঠাসা হয়ে যাচ্ছে এবং কিছু মানুষের সুবিধার জন্য বেশিরভাগ মানুষের অসুবিধার কারণ হয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct