সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: শিয়ালদহ দক্ষিণ শাখার প্রান্তিক ষ্টেশন তথা সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং। প্রতিদিনই লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এছাড়াও দেশবিদেশের পর্যটকরা ক্যানিং শহর হয়ে সুন্দরবনে বেড়াতে যান।বিগত কয়েক বছর আগেই মডেল ষ্টেশনের মর্যাদা পেয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার এই ষ্টেশন। ক্যানিং ষ্টেশনের শৌচালয় নিয়ে সাধারণ নিত্যযাত্রীদের বিস্তর অভিযোগ রয়েছে।দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনায় ভরপুর। দুর্গন্ধ বের হয়। অনেক সময় নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। এছাড়াও দৈহিক প্রতিবন্ধীদের জন্য শৌচালয় নির্মিত হলেও দীর্ঘদিন যাবত ভগ্নদশা অবস্থায় পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে। ফলে শৌচালয় না থাকায় সমস্যায় পড়তে হয় দৈহিক প্রতিবন্ধী যাত্রীদের।পাশাপাশি মহিলাদের জন্য যে শৌচালয় রয়েছে। তার দরজা নেই। উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে সমস্যায় পড়লেও লজ্জা নিবারণের জন্য ক্যানিং ষ্টেশনের শৌচালয় ব্যবহার করেন না মহিলারা। নিত্য মহিলা যাত্রীদের অভিযোগ, সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত ক্যানিং ষ্টেশনের মহিলা শৌচালয়ের দরজা নেই। প্রতিবন্ধী শৌচালয় ভগ্নদশায় পড়ে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct