সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে ৬৪ টি হীরে ঝলমল করছে। যার কোনটির নাম কন্যাশ্রী, কোনটির নাম স্বাস্থ্য সাথী। শুক্রবার সন্ধ্যায় তালডাংরায় দলের নির্বাচনী সভায় বললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে এদিন তিনি অর্থনীতিবিদ অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ করে বলেন, ‘উনি বলেছিলেন নিম্ন আয়ের মানুষের হাতে অর্থনৈতিক যোগান জরুরী’। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটাই করে চলেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে ব্রাত্য বসু এদিন দাবি করেন, তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ইতিমধ্যে জিতে গেছেন। তার মধ্যেও তারা নির্বাচনী প্রচারে আসছেন।
তবে একই সঙ্গে রাজ্যের অন্যান্য উপ নির্বাচন গুলির মতো তালডাংরাতেও একই ‘রণনীতি’ নিয়ে লড়াইয়ে নামা হয়েছে বলে তিনি জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্দিষ্ট ছাত্রের পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া প্রসঙ্গে বলেন, সমস্যার সমাধান হয়েছে, সবাই টাকা পাবে। তবে এই ঘটনায় যুক্ত কে তা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct