আপনজন ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে চার সেনার মৃত হয়েছে। ফগানিস্তানের সীমান্ত ঘেষা দক্ষিণ ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের এই জনজাতি-প্রধান অঞ্চলের দুইদিকেই সীমান্ত আছে বলে তা সন্ত্রাসবাদীদের নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত। পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে উত্তরপশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়।দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হলে চারজন সেনার মৃত্য হয়। সংঘর্ষে পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে তারা জানিয়েছে।প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।’গতমাসে আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসবাদীদের আক্রমণে ১০ জন সেনার মৃত্যু হয়েছিল। সেই আক্রমণের দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি) নিয়েছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের পশ্চিম দিকে সন্ত্রাসীরা সক্রিয় হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct