আপনজন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে নতুন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় তার আস্থা রয়েছে।বুদাপেস্টে এক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন। আনাদোলু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নির্বাচিত হওয়ার পর এরদোগান কূটনৈতিক সমাধানমুখী পদক্ষেপ আশা করছেন।এরদোগান বলেন, বোমা, অস্ত্র এবং সংঘাত দিয়ে এই যুদ্ধ শেষ করা সম্ভব নয়; বরং কূটনীতি, আলোচনার মাধ্যমে শান্তির পথ উন্মুক্ত করা সম্ভব। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গোষ্ঠীর প্রতি মার্কিন সমর্থন নিয়ে এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চান। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর প্রতি মার্কিন সমর্থন তুরস্কের দীর্ঘমেয়াদী নিরাপত্তা শঙ্কার কারণ বলেও উল্লেখ করেন তিনি। তুরস্ক ওয়াইপিজিকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সম্পৃক্ত মনে করে, যারা কয়েক দশক ধরে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি, ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব।’ এরদোগান ইসরায়েলকে থামাতে ট্রাম্পের ভূমিকার প্রত্যাশা করেন। তিনি উল্লেখ করেন, বাইডেন আমলের নীতি চলমান থাকলে অঞ্চলটিতে অচলাবস্থা আরও গভীর হবে এবং সংঘাত বাড়বে।এরদোগান বলেন, গাজা ও লেবাননের যুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করাটাই হবে শুরুর ভালো পদক্ষেপ। এছাড়াও ট্রাম্পের পুনর্নির্বাচনের প্রচেষ্টায় তার অবিচল সংকল্পের প্রশংসা করেন এরদোগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct