আপনজন ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে প্রচারের জন্য ঝাড়খণ্ডে নির্বাচনে রাহুল গান্ধি শুক্রবার আবারও মোদী সরকারকে আদিবাসী বিরোধী এবং দলিত বিরোধী বলেছেন। তিনি তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন যে ক্ষমতায় আসার পরে তিনি সংরক্ষণের ৫০% সীমা সরিয়ে দেবেন। তিনি বলেন, আমরা এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণ বাড়াব। ওবিসি সংরক্ষণ ২৭% বৃদ্ধি করা হবে। প্রতিটি পরিবার ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবে। ১৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধি বলেন, বিজেপি বড় ব্যবসায়ীদের ঋণ মকুব করেছে, কিন্তু দলিত ও আদিবাসীদের ঋণ নয়। বিজেপি কৃষকদের ঋণ মওকুফ করেনি। রাহুল সামদিগায় একটি বিশাল সমাবেশে বলেন, বিজেপি আদিবাসীদের জমি কেড়ে নিতে চায়। দেশে দলিত, ওবিসি ও আদিবাসীদের অংশগ্রহণ নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct