সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: শুরু হয়েছে মাঠে ধান কাটার পর্ব। ধান কাটার পর মাঠে পড়ে থাকে নাড়া। অনেকেই না বুঝে কেউবা বুঝেশুনে আনন্দ উপভোগ করতে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।যা চাষযোগ্য জমির ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। সেই সচেতনতার বার্তা দিতে জেলা জুড়ে চলছে প্রচার অভিযান। অনুরূপ জেলার খয়রাশোল ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সচেতনতা মূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এলাকার চাষীবন্ধুদের নিয়ে। আলোচনা সভা থেকে চাষী ভাইদের অবগত করেন যে,কেউ নাড়া পোড়াবেন না, নাড়া পোড়ালে জমির উর্বরতা নষ্ট হয়,মাঠে থাকা বন্ধু পোকা মারা যায়,জমির মাটি শক্ত হয়ে যায় তাছাড়া এটা আইনত দন্ডনীয় অপরাধ। এদিনের আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা সহ কৃষি অধিকর্তা প্রশাসন সিউড়ী সদর চঞ্চল কুমার প্রামানিক, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু সিউড়ী সদর গোপন চুনারি, খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াঁই, এএফএম সব্যসাচী সরকার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct