নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: লম্বা পুজোর ছুটি, স্কুল খুলেই সপ্তাহ দুয়েকের মধ্যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এরকম এক সময়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তার সমস্তটা মিলিয়ে রবিবার (৩মে ২০২৪) অনলাইনে সংক্ষিপ্ত এক আলাপচারিতার আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। ছিলেন মাধ্যমিকে ৭টি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। এই সময়ে নানারকম মানসিক দ্বন্দ্বে ভোগে ছাত্র-ছাত্রীরা, তাই তাদের জন্য ছিলেন বিশিষ্ট মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত, তৃণা গুহ ঠাকুরতা। তাছাড়া অনেক সময়েই সর্দি কাশি বাঁধিয়ে বসে ছেলেমেয়েরা, সারতেই চায় না কিছুতে, তাদের জন্য এদিন ছিলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল কান্তি মজুমদার। আর বিভিন্নভাবে সাহস জোগাতে ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ বাসব চৌধুরী, শিক্ষা বিশেষজ্ঞ বিশ্বনাথ দাশগুপ্ত, বিজ্ঞানী মতিয়ার রহমান খান, পান্থ মল্লিক প্রমুখ।
বিভিন্ন বিষয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন সুদেষ্ণা মৈত্র, জহর লাল নাইয়া, ডঃ শর্মিষ্ঠা শীল, গৌরাঙ্গ সরখেল, অর্পণ বন্দ্যোপাধ্যায়, মিতালী মুখার্জী, ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, নাজিম মল্লিক ও পলাশ ঘোষ। প্রত্যেকেই খুব সংক্ষিপ্তাকারে বলেন কিন্তু প্রয়োজনীয় কথাগুলি ছাত্রদের সামনে তুলে ধরেন। এই সময়ের প্রস্তুতি কেমন হবে, রিভিশন কেমন ভাবে করতে হবে, সমস্ত পড়া পরীক্ষার জন্য কীভাবে গুছিয়ে নিতে হবে, খাতা সাজিয়ে লিখতে গেলে কেমন ভাবে টু দ্য পয়েন্ট উত্তর দিতে হয়, মানচিত্র কিভাবে আঁকতে হয়, কোথায় লেভেলিং করতে হয়, অংকের জ্যামিতি ও রাইডার সমাধান করতে কীভাবে ভাবতে হয়, ছবি আঁকার জন্য কেমন পেন্সিল ব্যবহার করা উচিত, ইংরেজি আনসিন প্যাসেজের উত্তর লিখতে কোথায় সজাগ থাকতে হয়, বানান শেখা ও নির্মিতির সহজ পদ্ধতি ও কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন বিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা।
এদিনের অনলাইন অধিবেশনে ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিভাবকেরাও। তাঁদের জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়। সন্তানদের পাশে এই সময়ে কীভাবে থাকতে হয়, সে সমস্ত বিষয়ে। মোবাইল ব্যবহার করলেও কতটুকু করবে, রাত জেগে পড়া নাকি সকালে ওঠা, পরীক্ষার মতো করে ঘরে সময় ধরে টেস্ট দেওয়া, যাতে বায়োলজিক্যাল ক্লক এর সঙ্গে নিজেকে রপ্ত করে তোলা যায়।রাজ্যের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের সঙ্গে বেশ কিছু আবাসিক মিশন স্কুলের ছাত্র-ছাত্রীরাও যোগ দেয় এই আলাপচারিতায়। মাধ্যমিক টেস্ট পরীক্ষার দোরগোড়ায় পরিকল্পনামাফিক এই আলাপচারিতায় তারাও বেশ উপকৃত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরে বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম। এদিন আলাপচারিতায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন শিক্ষক নায়ীমুল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct