সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: কালী পুজোর চাঁদা নিয়ে বচসা, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধর ও বিষ খাইয়ে তালাবন্দি করে আটকে রাখার অভিযোগ, পরে হাসপাতালে মৃত্যু ওই ব্যক্তির। অভিযোগের তীর বিজেপির মন্ডলের সহ সভাপতির বিরুদ্ধে, চরম নিন্দা প্রকাশ তৃণমূলের, সাফাই বিজেপির ।
বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিডোবা গ্রামের বাসিন্দা রাজ কুমার কুন্ডু। স্থানীয় কালী পুজোর উদ্যোক্তারা তাঁর পরিবারের কাছে পুজোর চাঁদা নেয়। সেই চাঁদা দিয়েও দেন রাজ কুমার কুন্ডুর মা। পরিবারের কাছে উদ্যোক্তারা বাড়তি চাঁদা নিয়েছেন এই অভিযোগ তুলে গত ৫ নভেম্বর রাজকুমার কুন্ডু উদ্যোক্তাদের গালিগালাজ করেন বলে অভিযোগ।
এতেই ক্ষিপ্ত হয়ে গ্রামের বাসিন্দা তথা বিজেপির কোতুলপুর ৪ নম্বর মন্ডলের সহ সভাপতি বিকাশ দে রাজকুমার কুন্ডুকে বেধড়ক মারধর করে। এরপর ওই বিজেপি নেতা সহ তাঁর ৩ অনুগামী তাঁকে একটি বাড়িতে বাইরে থেকে তালাবন্দি করে রাখেন বলে অভিযোগ। অভিযোগ রাজকুমার কুন্ডুকে সেই সময় বিষও খাইয়ে দেন তাঁরা। পরে বিকাশ দে র কাছে অনেক অনুনয় বিনয় করে চাবি সংগ্রহ করে রাজকুমার কুন্ডুকে উদ্ধার করতে গিয়ে দেখেন তাঁর মুখ থেকে ফেঁনা বের হচ্ছে। তড়িঘড়ি রাজকুমার কুন্ডুকে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গতকাল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজকুমার কুন্ডুর। এরপরই রাজকুমার কুন্ডুর পরিবারের তরফে জয়পুর থানায় বিজেপি নেতা বিকাশ দে সহ মোট ৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর বিকাশ দে পালিয়ে গেলেও জয়পুর থানার পুলিশ এই ঘটনায় দিলীপ দে নামের এক সঙ্গীকে গ্রেফতার করেছে।
ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। তবে বিজেপির জেলা থেকে ব্লক সকলেই সাফাই দিতে ব্যস্ত, তবে তারা জানান ঘটনার সঠিক তদন্ত হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct