নিজস্ব প্রতিবেদক , রায়গঞ্জ, আপনজন: ওয়াকফ নিয়ে মোদি সরকারের কালা কানুনের বিরুদ্ধে ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার কলকাতার শহীদ মিনারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকা সমাবেশ সফল করতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, সুন্নি জামাতের মাওলানা সাজ্জাদ আলম রিজভী, উত্তর দিনাজপুর জেলা ইমাম কো-অর্ডিনেটর মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা কাজিম উদ্দিন, দক্ষিণ দিনাজপুর ইমাম কাউন্সিলের মাওলানা আব্দুল মুজিদ, চাচোল ব্লক সম্পাদক মাওলানা শাহজামাল, সংখ্যালঘু যুব ফেডারেশনের মালদা জেলা সম্পাদক নূর হোসেন প্রমুখ।
মুহাম্মদ কামরুজ্জামান বলেন ওয়াকফ নিয়ে মোদি সরকারের কালা কানুন কার্যকর হলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের সম্পত্তি জেলাশাসকরা চাইলে সরকারি সম্পত্তি হিসেবে পরিবর্তন করতে নিতে পারবেন!
পুরাতন এবং প্রাচীন মসজিদের দলিল পত্র না দেখাতে পারলে, প্রাচীন মসজিদ ও কবরস্থান গুলিকে বিতর্কিত সম্পত্তি হিসেবে ঘোষণা করার চক্রান্ত এই নয়া বিলে উল্লেখ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct