সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। তার আগেই পানীয় জল, রাস্তা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা নিয়োগের দাবি জানিয়ে ‘ভোট বয়কটে’র ডাক দিলেন হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদ এলাকার বোড়দা গ্রামের মানুষ। গ্রামবাসীদের দাবি, এই গ্রামে উন্নয়নের ছিঁটে ফোঁটাও পৌঁছায়নি। গ্রামে একটি মাত্র টিউবওয়েল, ফলে অনেকেই নদীর জল পান করতে বাধ্য হচ্ছেন। রাস্তা ঘাটের অবস্থাও তথৈবচ। মাঠ পেরিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাতে হবে। ধান জমিতে এখন চন্দ্রবোড়া সাপের উৎপাত। ভোট দিতে যাওয়ার পথে কোন অঘটন ঘটলে তার দায় মোদি না মমতা কে নেবেন? এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও সহায়িকা না থাকায় পরিষেবা তলানিতে ঠেকেছে। এই অবস্থায় ভোট বয়কট ছাড়া কোন পথ খোলা নেই বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct