আপনজন ডেস্ক: প্রথমবারের ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদন দিল ইউরোপের দেশ আয়ারল্যান্ড।আয়ারল্যান্ডের সরকারি সূত্র এরই মধ্যে ঘোষণা করেছে, দেশটিতে ফিলিস্তিনি প্রতিনিধি দলের প্রধান জিলান ওয়াহবা আব্দুল মাজিদ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। গত মে মাসে আয়ারল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।ফিলিস্তিনও গত অক্টোবরে ঘোষণা করেছিল তারা আয়ারল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও বাড়াতে দূতাবাসে তাদের প্রতিনিধির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে তারা আয়ারল্যান্ডে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে একজনকে বেছে নিয়েছে।ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী সেনাবাহিনীর চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদকারী কয়েকটি ইউরোপীয় দেশের অন্যতম আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। আয়ারল্যান্ডের প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের মতো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বহুবার ইসরায়েলি অপরাধের সমালোচনা করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct