রাজু আনসারী , অরঙ্গাবাদ, আপনজন ডেস্ক: রাজ্যস্তরের অ্যাথলেটিক প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য অর্জন করে জাতীয় স্তরে খেলার সুযোগ মুর্শিদাবাদের ধুলিয়ানের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল রাজ্জাকের। সম্প্রতি ব্যারাকপুরে অনুষ্ঠিত অ্যাথলেটিক প্রতিযোগিতায় ডিসকাস থ্রোতে দ্বিতীয় এবং শর্টপুটে তৃতীয় স্থান অধিকার করেছেন কাঞ্চনতলা জে.ডি.জে ইনস্টিটিউশনের কৃতি ছাত্র আব্দুল রাজ্জাক।বৃহস্পতিবার আব্দুল রাজ্জাককে সংবর্ধনা প্রদান করে কাঞ্চনতলা জে.ডি.জে ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। ফুলের তোড়া এবং গিফট দিয়ে আব্দুর রাজ্জাককে সংবর্ধনা জানানোর পাশাপাশি বিগত দিনের মতো আগামী দিনে সার্বিকভাবে তার পাশে থাকার বার্তা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। সংবর্ধনার সময় উপস্থিত ছিলেন কাঞ্চনতলা জে.ডি.জে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামিম আক্তার মির্জা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তারা।
জানা গিয়েছে, ধুলিয়ান পৌর এলাকার ১২ নাম্বার ওয়ার্ডের হিজলতলা গ্রামের আব্দুল মাজেদ মোমিন ও রোজিনা খাতুনের দুই সন্তানের মধ্যে ছোট সন্তান আব্দুল রাজ্জাক। ছোট থেকেই খেলাধুলায় মেধাবী আব্দুল রাজ্জাক কাঞ্চনতলা জে.ডি.জে ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল রাজ্জাক। সম্প্রতি স্কুলে অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে ব্লক ও জেলাস্তরে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে সুযোগ পেয়ে যায় ওই ছাত্র। সেখানেই খেলায় কার্যত ডিসকাস থ্রোতে দ্বিতীয় এবং শর্টপুটে তৃতীয় স্থান অধিকার করে রাজ্জাক। কাঞ্চনতলা স্কুলের এই ছাত্রের অসাধারন কৃতিত্বে গর্বিত ধুলিয়ান। গর্বিত স্কুল কর্তৃপক্ষ। রাজ্য স্তরে সাফল্যের পাশাপাশি জাতীয় স্তরের খেলাতেও সাফল্য ছিনিয়ে আনতে তত্পর আব্দুল রাজ্জাক। সফলতা নিয়ে আশাবাদী কাঞ্চনতলা জে.ডি.জে ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct