আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পাওয়ায় আনন্দের ছোঁয়া লেগেছে ভারতের অন্ধ্র প্রদেশেও। কারণ, ট্রাম্পের হবু ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের পূর্বপুরুষের বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশের নিভৃত গ্রাম ভাদলুরুতে। সব ঠিক থাকলে তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’।
৩৮ বছর বয়সী উষার মা-বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানদিয়েগোর শহরতলীতে জন্ম ও বেড়ে ওঠা উষা এক সময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন।
হোয়াইট হাউস থেকে ১৩ হাজার ৪৫০ কিলোমিটার দূরের এই ভাদলুরু গ্রামের বাসিন্দারা ট্রাম্পের বিজয়ের জন্য প্রার্থনাও করেছেন। এই গ্রামের ৭০ বছর বয়সী ভেনকাতা রামানায় বলেন, আমরা সবাই উষার জন্য গর্বিত। কারণ, সে ভারতীয় বংশোদ্ভূত। আশা করি, সে গ্রামের উন্নতির জন্য কাজ করবে। উষা ভ্যান্সের প্র-পিতামহ ভালদুরুতে বসবাস করতেন। এক সময় গ্রাম ছেড়ে চেন্নাই শহরে পাড়ি জমান তারা। সেখানে উষার বাবা চিলুকুরি রাধাকৃষ্ণানের শৈশব ও কৈশোর কাটে। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
ইয়েল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন উষা ভ্যান্স। ২০১৪ সালে কেন্টাকিতে জে ডি ভ্যান্সকে বিয়ে করেন তিনি। এই দম্পতির তিন সন্তান রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct