আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বিরোধী সদস্যরা ৯ নভেম্বর থেকে শুরু হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ কমিটির পাঁচ দিনের সফর বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা।ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের ‘উদাসীনতার’ অভিযোগ করেন তিনি।কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ নাদিমুল হকের যৌথ বৈঠকে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই আমাদের জেপিসির চেয়ারম্যান খেয়ালখুশি মতো কাজ করে যাচ্ছেন। উনি বিরোধীদের বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন, কোনও বিরোধী দলের কথায় কান দিচ্ছেন না।তিনি আরও অভিযোগ করেন, জগদম্বিকা পাল নিজের ইচ্ছায় কাজ করছেন এবং চেয়ারম্যান যে প্রক্রিয়াটি ব্যবহার করছেন তা “সাংবিধানিক নৈতিকতা লঙ্ঘন করে”। বিরোধীরা স্পিকারকে চিঠি দিয়ে বৈঠক চেয়েছে বলে উল্লেখ করে কল্যাণ বলেন, উনি মৌখিকভাবে রাজি হয়েছেন যে এত সফর করা অসম্ভব এবং এর কোনও প্রয়োজন নেই। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি। ওয়াকফ সংশোধনী বিল খতিয়ে দেখতে ভারতের পাঁচটি শহর ঘুরে দেখার সদ্য ঘোষিত পদক্ষেপের কথা বলা হয়েছে। ভুবনেশ্বর (১১ নভেম্বর), পশ্চিমবঙ্গ (১২ নভেম্বর), বিহার (১৩ নভেম্বর) এবং লখনউ (১৪ নভেম্বর) এ কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করবে। শনিবার কমিটি গুয়াহাটি থেকে তার পাঁচটি রাজ্য সফর শুরু করবে যেখানে কমিটির সদস্যরা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং আসামের আইন ও বিচার মন্ত্রক, রাজ্য সংখ্যালঘু কমিশন এবং আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার ওয়াকফ বোর্ডের প্রতিনিধিদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করবেন। বার কাউন্সিলের প্রতিনিধি, আইনজীবী সমিতি, মুতাওয়াল্লি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও বৈঠক করবে কমিটি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সফর নিয়ে কড়া বিবৃতি দিয়ে বলেন, আমি এবং বিরোধী দলের নেতারা এই সফর বয়কট করছি। চেয়ারম্যান যেভাবে কাজ করছেন, তাতে জাতির কোনো স্বার্থ রক্ষা হয় না। তারা তাদের নিজস্ব এজেন্ডা অনুযায়ী কাজ করছে।
তৃণমূল নেতা আরও বলেন, চেয়ারম্যানের পদক্ষেপের ফলে জেপিসি ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে। তিনি বলেছেন, বিরোধী দলের সদস্যদের পরবর্তী পদক্ষেপ যৌথভাবে নেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিশদ বিবরণ অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, এআইএমআইএম লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এক্স-এ একটি পোস্টে বলেছেন, বিরোধীরা জেপিসি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নেওয়ার এবং কর্নাটক সফরে কিছু “স্থানীয় বিষয়” খতিয়ে দেখার অভিযোগ করেছেন। ওয়াইসি বলেন, কমিটির তদন্তের ক্ষমতা নেই, তাদের কাজ শুধু বিলটি খতিয়ে দেখা। তাছাড়া, চেয়ারম্যান একতরফাভাবে কাজ করতে পারেন না এবং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তিনি বলেন, কমিটি ইতিমধ্যে কর্নাটক সফর করেছে এবং সেখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করেছে।
তিনি বলেন, জেপিসির বিরোধী সদস্যরা ৫ নভেম্বর লোকসভার স্পিকারের সাথে দেখা করেছিলেন এবং সময়সূচি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। জেপিসির সভার দিনের সংখ্যা সপ্তাহে দু’দিন থেকে কমিয়ে সপ্তাহে এক দিন বা প্রতি পক্ষকালে পরপর দু’দিন করার দাবি জানিয়েছিলেন। আমরা সংসদীয় পদ্ধতিতে বাধ্য। তাই কমিটি গঠনের পর থেকে চেয়ারম্যানের প্রশ্নবিদ্ধ আচরণ ব্যাখ্যা করার মতো অবস্থানে নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct