সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: ফের টিউশানি থেকে ফেরার পথে নবম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুরে। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই সক্রিয় হয় কোতুলপুর থানার পুলিশ। অভিযোগ দায়েরের ৪৫ মিনিটের মধ্যেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই সাইকেলে চড়ে গ্রামের অন্যান্য বান্ধবীদের সঙ্গে নবম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী গতকাল সন্ধ্যায় গ্রাম থেকে বেশ কিছুটা দূরে টিউশানি পড়তে যায়। রাত ৮ টা পর্যন্ত টিউশানি চলার কথা। কিন্তু গতকাল স্থানীয় এলাকায় কালী প্রতিমার বিসর্জন থাকায় সাতটা নাগাদ টিউশানি ছুটি দিয়ে দেন টিউশানি শিক্ষক। টিউশানি ছুটি হতেই এক বান্ধবীর সাইকেলে চড়ে নবম শ্রেণীর বাড়ির উদ্যেশ্যে রওনা দেয়। অভিযোগ বাড়িতে ফেরার পথে কালী মন্দিরের সামনে থেকে এক যুবক তাদের অনুসরণ করতে শুরু করে। অন্ধকার জায়গায় আসতেই সাইকেলের কেরিয়ারে বসে থাকা ওই ছাত্রীকে পিছন থেকে জাপটে ধরে চলন্ত সাইকেল থেকে রাস্তায় ফেলে তার শ্লীলতাহানী করে যুবক। ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনা দেখে ছাত্রীর সঙ্গে থাকা অন্যান্য বান্ধবীরা যুবকের দিকে তেড়ে গিয়ে কোনোক্রমে নির্যাতিতাকে উদ্ধার করে ফের টিউশানি শিক্ষকের কাছে ফিরে যায়। টিউশানি শিক্ষকের পাশাপাশি টেলিফোন করে নিজের পরিবারকে গোটা ঘটনা জানায় নির্যাতিতা। কোতুলপুর থানায় হাজির হয়ে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত ভাদু সিংকে গ্রেফতার করে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct