এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: মাদ্রাসা শিক্ষার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পর্ষদে একগুচ্ছ প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন । বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক নুরুল হকের নেতৃত্বে রাজ্যের প্রায় সব জেলার প্রতিনিধিদের নিয়ে কলকাতা সল্টলেকের মাওলানা আবুল কালাম আজাদ ভবনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতিকে ১৩ দফা দাবি এবং প্রস্তাব সম্বলিত পত্র প্রদান করা হয়েছে ৷
সারারাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ মাদ্রাসা শিক্ষকরা একাধিক প্রস্তাব এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পর্ষদে উপস্থিত হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক নুরুল হক ৷ মাদ্রসাগুলিতে শিক্ষার উপযুক্ত পরিকাঠামো ও আনন্দঘন সুষম শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এবং মাদ্রাসা শিক্ষার প্রকৃত ঐতিহ্য বজায় রেখে আধুনিকীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্যতম দাবি এবং প্রস্তাব সমূহের মধ্যে জানানো হয়, ‘১. NEP ও WBSEP কে মান্যতা দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যকে অক্ষুন্ন রেখে সিলেবাস ও কারিকুলামে ব্যাপক পরিবর্তন করতে হবে । ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্ব বাড়াতে হবে। নতুন নতুন বিষয় নতুন আঙ্গিকে মাদ্রাসা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিলেবাস কমিটিকে আরও সক্রিয় ভাবে কাজ করাতে হবে, মেয়াদোত্তীর্ণ মাদ্রাসার পরিচালন সমিতি বছরের পর বছর MC Extension নিয়ে মাদ্রাসায় ভূতুড়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক অবৈধ ক্রিয়াকলাপে যুক্ত হয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং বর্তমান সরকারকে কালিমালিপ্ত করছে । অবিলম্বে তা বন্ধ করে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালন সমিতি গঠনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বছরে অন্তত একবার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, মাদ্রাসাগুলোর মধ্যে আন্তঃক্যুইজ, বিজ্ঞান প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে, সিলেবাস ও প্রশ্নপত্র পরীক্ষা পদ্ধতি আধুনিক ও যুগোপযোগী করতে হবে, হাই স্কুল ও হাই মাদ্রাসা থেকে প্রায় দুমাস পিছিয়ে সেমিস্টার পদ্ধতি চলছে, সিনিয়র মাদ্রাসায় অবিলম্বে তা বন্ধ করে সমতা ফিরিয়ে আনতে হবে প্রভৃতি ৷ পর্ষদ সভাপতি আবুতাহের কামরুদ্দিন শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাসও দেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct