নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: স্ত্রী নিখোঁজের প্রায় পাঁচ দিন কেটে গেল। চিন্তার ভাঁজ বর্মন পরিবারে। ঘটনাটি পশ্চিম শীতলকুচি এলাকার। জানা যায় গত পয়লা নভেম্বর বাড়ি থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার জন্য শীতলকুচি বাজারে যান খুকি বর্মন নামে বছর ৪৯ এর গৃহবধূ। কিন্তু সেখান থেকে আর বাড়িতে ফেরেনি খুকি। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো খোঁজ না মেলায় শীতলকুচি থানার দ্বারস্থ হলেন স্বামী ভবেন্দ্র বর্মন! এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। তবে কি খুকিকে কেউ অপহরণ করেছে! নাকি তার মানসিক সমস্যা হয়েছে, নাকি ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবে কেউ অপহরণ করলেই বা কেন করবে? নানা প্রশ্ন উঠছে। তবে পরিবারের কথায় খুকির কোন মানসিক সমস্যা ছিল না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct