রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের ফারাক্কা ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষদের দীর্ঘদিনের জল সঙ্কট মেটাতে ফরাক্কায় মেগা প্রজেক্টের শিলান্যাস। প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দে পরিস্রুত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হলো বুধবার। এদিন দুপুরে ফরাক্কার বেওয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই শিলান্যাস প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস, সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস, ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন, পিএইচই দপ্তরের আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে থাকা এলাকায় এধরনের মেগা প্রজেক্টে হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলেই জানিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনিরুল ইসলাম বিগত সাড়ে তিন বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ৪০ কোটি টাকার রাস্তা, ড্রেনেজ সহ বিভিন্ন কাজ ফারাক্কার বুকে হবে বলে আশ্বাস প্রদান করেন। জল প্রকল্পের কাজ প্রথমে ৮২ কোটি টাকা ও পরে ধাপে ধাপে ১৫০ কোটি টাকারও বেশি টাকার কাজ রয়েছে বলেও জানান তিনি। ২০২৫ সালেই পরিস্রুত পানীয় জল মিলবে বলে আশ্বস্ত করেন বিধায়ক মনিরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct