আপনজন ডেস্ক: সত্যিই কি প্রকৃতির খেলা বোঝা যায়? সৌদি আরবের ঊষার মরুপ্রান্তর এবার ঢাকল বরফে। সৌদির উত্তরে রয়েছে আল জাওফ প্রদেশ। আল জাওফের পশ্চিমে রয়েছে জর্ডান। চারদিক রুক্ষ, শুষ্ক। শীতের দিনে এখানে তাপমাত্রার পারদ নামে ঠিকই, তবে তা হিমাঙ্কের নিচে চট করে পৌঁছায় না।
সেই আল জাওফই প্রবল শিলাবৃষ্টির ফলে ঢাকল সাদা চাদরে। এখন সে স্থান দেখলে কেউ ভাবতেও পারবেন না, এটা কোনও মরুপ্রান্তর। রাস্তাঘাট, ঢেউ খেলানো ভূভাগ— যে দিকে চোখ যায় সবটাই সাদা। সৌদি আরবের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রবল শিলাবৃষ্টির ফলেই বদলে গেছে আল জাওফের চেনা ছবি।
এই নিয়ে হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন অনেকেই। কিন্তু, মরুভূমিতে তুষারপাত! এর সঠিক কারণ বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে, এই ঘটনা আবহাওয়া বদলের বড়সড় ইঙ্গিত। তবে এ নিয়ে হইচই হলেও মরুভূমিতে তুষারপাত বিরলতম নয়।
আফ্রিকার সাহারা মরুভূমিতে বেশ কয়েক বার তুষারপাত হয়েছে। সৌদি আরবেও ২০১৬ সালে এক বার তুষারপাত হয়েছিল। সেই সময় প্রবল বৃষ্টির হাত ধরে সৌদি আরবের শাকরা এবং তবুকের বরফের আস্তরণ দেখা গিয়েছিল। আল জাওফের তাপমাত্রাও পৌঁছেছে হিমাঙ্কের নিচে।
তবে আল জাওফের বিস্তীর্ণ এলাকা এ ভাবে বরফে সাদা হয়ে থাকার ছবি আগে দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই মরুভূমির বুকে তুষারপাতে তাই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
তবে এ নিয়ে যতই মাতামাতি হোক, সেখানকার আবহাওয়া দফতর এই পরিবর্তন নিয়ে চিন্তিত। পরিবেশে এর কী প্রভাব পড়তে পারে বা আগামী দিনে কী হতে চলেছে, তা নিয়েই ভাবছেন আবহাওয়াবিদেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct