সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাস্তার বেহাল দশা গ্রামে ঢুকতেই পারল না দমকলের ইঞ্জিন। আগুনে ভস্মীভূত হল বসত বাড়ি। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাজারডাঙ্গা গ্রাম, এই গ্রামে রয়েছে আনুমানিক ১০০ টি পরিবার। এই গ্রামে অসিত মল্লিক নামের এক গৃহস্থের বাড়ি রয়েছে। ওপরে এডবাস্টার দেওয়া দোতলা মাটির বাড়ি রয়েছে এই একটা বাড়িতেই চারটি পরিবার বসবাস করে। গতকাল রাতে হঠাৎ করেই আগুন লেগে যায়। খবর দেয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে অতি তৎপরতার সাথে বিষ্ণুপুরের দমকল বিভাগের একটি ইঞ্জিন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ৫০০ মিটার দূরে মেন রাস্তায় এসে উপস্থিত হয় । কিন্তু গ্রামে ঢোকার এই ৫০০ মিটার রাস্তার চরম বেহাল দশা। শত চেষ্টা করেও গ্রামে ঢুকতে পারল না দমকলের ইঞ্জিনটি। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গৃহস্থের ওই বাড়ি। ঘরে থাকা সমস্ত কাগজপত্র, জমির দলিল, জামাকাপড়, বই খাতা থেকে শুরু করে সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ার পর এবং গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভার পর দমকল বিভাগের আধিকারিকরা ইঞ্জিন ছাড়াই খালি হাতেই ওই গৃহস্থের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন।
এরপরেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাস্তা খারাপ নিয়ে। তারা জানান রাস্তা খারাপের জন্য দমকলের ইঞ্জিন গ্রামে ঢুকতে পারল না। আজ পর্যন্ত এই রাস্তা পাকা হয়নি। গ্রামে ঢোকার এই রাস্তা মোরামের থাকলেও তা চরম বেহাল দশা। বর্ষাকালে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনা। মুমূর্ষ রোগীদের কাঁধে করে টোটোয় করে মেন রাস্তায় নিয়ে এম্বুলেন্সে চাপাতে হয়। সরকার যাতে অতি তৎপরতার সাথে এই রাস্তা করে দেয় তার দাবি জানান এলাকার মানুষ।
কোতুলপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর কুমার বাড় জানান রাস্তার প্রপোজাল পাঠানো হয়েছে অনুমোদন হলেই রাস্তার কাজ সম্পন্ন করা হবে। তবে বিগত বর্ষায় অত্যাধিক জলের চাপ এবং পিএইচই দপ্তরে জলের পাইপ লাইন করার জন্য রাস্তার বেহাল দশা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct