সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: এই ভোট মায়েদের সম্মান জানানোর ভোট, এই ভোট রাজ্যের সমস্ত বেকার যুবকদের ভোট, যারা এরাজ্যে কাজ না পেয়ে প্রাণ হাতে করে ভিন রাজ্যে পড়ে আছে তাদের ভোট। ডাক্তারকে ধর্ষণ ও খুন করে আমাদের কালিমালিপ্ত করেছে। সেই কালি মুছে দিতেই তালডাংরার কাঁধে বিশাল বড় দায়িত্ব এসে পড়েছে’, বললেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী। সোমবার তালডাংরা মার্কেট কমপ্লেক্সে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে মিনাক্ষী আরও বলেন, আপনারা সকলে জোট বাঁধুন, সাহস করুন, প্রত্যেকেই রাস্তায় থাকুন।এদিন মীনাক্ষী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও এক হাত নেন। তিনি বলেন, ওই চিকিৎসকের বাবা মা ওকে চিঠি লিখলো, তবুও মেয়ে হারা বাবা মায়ের সঙ্গে উনি দেখা করলেননা! এরা কি বিচার করবে? সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মীনাক্ষী বলেন, এই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়া মানে তিলোত্তমার মায়ের চোখের জলকে অপমান করা, ডাক্তারদের দীর্ঘ আন্দোলনকে অপমান করা। আর সেকারণেই ভেবে চিন্তে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।তালডাংরা বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তীর সমর্থনে এই সভায় মিনাক্ষী মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, প্রার্থী দেবকান্তি সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct