সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: ট্যাবের টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবরোধে শামিল হয়। রাস্তা অবরোধের কারণে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায় ।দ্বাদশ শ্রেণির ছাত্রী সাবনম খাতুন বলেন অন্য স্কুলের পড়ুয়ারা টাকা পেলেও আমরা কেনো পেলাম না সেই বিষয়ে প্রধান শিক্ষককে একাধিকবার জানালেও কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে ট্যাবের দাবিতে অবরোধ বিক্ষোভ দেখায় আমরা ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। দ্বাদশ শ্রেণির এক ছাত্রের দাবি,আশেপাশের সমস্ত স্কুলে সবাই টাকা পেয়ে গেছে। অথচ আমাদের টাকা দেওয়া হচ্ছে না। প্রধান শিক্ষক একাধিকবার ডেট দিয়েও আসছেন। আমরা আশ্বাস ছাড়া কিছুই পাচ্ছিনা। বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। অবরোধের ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনায় প্রধান শিক্ষকের দাবি,৭৫ টা স্কুল ট্যাবের টাকা পায়নি। আমি আমার মত যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশ প্রশাসনের আশ্বাসেই রাস্তা অবরোধ তুলে নেয় ছাত্র ছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct