আপনজন ডেস্ক: ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটি খেলতে পারবেন না রোহিত শর্মা। শঙ্কা আছে তাঁর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও। খবরগুলো চোখে পড়েছে কিংবদন্তি সুনীল গাভাস্কারেরও। সেই সব খবর দেখে ভারতের টিম ম্যানেজমেন্টকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের নেতৃত্ব নিয়ে একটি পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক রোহিত, তাঁর সহকারী হিসেবে আছেন পেসার যশপ্রীত বুমরা। প্রথম দুই টেস্টে রোহিত খেলতে না পারলে বুমরাই নেতৃত্ব দেওয়ার কথা। রোহিত ফিরলে সিরিজের পরের তিন টেস্টে তাঁরই নেতৃত্ব দেওয়ার কথা। এ ক্ষেত্রে গাভাস্কারের ভাবনা অন্যরকম।
এক সিরিজে দুজনের অধিনায়কত্ব করার পক্ষে নন ভারতের সাবেক ব্যাটসম্যান গাভাস্কার। প্রথম দুই টেস্টে রোহিত না থাকলে তাঁকে পরের ম্যাচগুলোয় শুধুই একজন খেলোয়াড় হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুরো সিরিজের জন্য নেতৃত্ব দিতে বলছেন সহ–অধিনায়ক বুমরাকে।
স্পোর্টস তাকের সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার ভারতের নির্বাচকদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমরা পত্রিকার খবরে দেখছি যে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবে না। খুব সম্ভবত সে দ্বিতীয় টেস্টেও খেলবে না। যদি এটাই হয়, আমি বলব এখনই ভারতের নির্বাচক কমিটির বলা উচিত, “তোমার যদি বিশ্রাম নিতে হয়, বিশ্রাম নাও। ব্যক্তিগত সমস্যা থাকলে সেগুলো খেয়াল করো। কিন্তু তুমি যদি সিরিজের দুই তৃতীয়াংশ মিস করো, এই সিরিজে তোমাকে শুধুই একজন খেলোয়াড় হিসেবে যেতে হবে। আমরা এই সফরের জন্য সহ-অধিনায়ককেই অধিনায়কের দায়িত্ব দেব।”’
গাভাস্কার এরপর যোগ করেছেন, ‘ভারতে ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলতে চাই, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ৩-০ জিততাম, তাহলে ভিন্ন ব্যাপার ছিল। কারণ, আমরা সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছি। একজন অধিনায়কের দরকার। অধিনায়ক দলকে একত্রিত করে। শুরুতেই যদি কোনো অধিনায়ক না থাকে, তাহলে অন্য কাউকে অধিনায়ক করাটাই ভালো।’
বুমরা এখন পর্যন্ত ভারতকে শুধু একটা টেস্টেই নেতৃত্ব দিয়েছেন, ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে। সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct