আপনজন ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের কাছে আটক প্রত্যেক বন্দীকে মুক্তির জন্য ‘মিলিয়ন ডলার’ অফার করেছেন।মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানানো হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চেষ্টা করছেন নেতানিয়াহু। এ প্রচেষ্টার অংশ হিসেবে প্রত্যেক বন্দী মুক্তির জন্য ‘কয়েক মিলিয়ন ডলার’ অফার করতে প্রস্তুত তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বন্দী মুক্তিদাতা ও তাদের পরিবারের লোকদের গাজা থেকে বের হওয়ার ক্ষেত্রে ‘নিরাপদ পথের’ গ্যারান্টি দিতেও প্রস্তুত রয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোমবার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে নেতানিয়াহু এই নির্দেশনা জারি করেছেন।এর আগে গত মাসেও নেতানিয়াহু প্রকাশ্যে এই প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন। তবে এতে এখনো পর্যন্ত কোনো সফলতা অর্জন করতে পারেনি। এদিকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে উপনীত হয়েছে। আর আহতের সংখ্যা এক লাখ ২ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে। এছাড়া যেসব ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে বা হাসপাতালে মারা গেছে, তাদের ভিত্তিতেই কেবল এই সংখ্যা উল্লেখ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct