নিজস্ব প্রতিবেদক , নদিয়া, আপনজন: কল্যাণী এইমস - র সামনে উত্তেজনা। এইমস হাসপাতালে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মীদের ঢুকতে বাধা স্থানীয়দের , স্থানীয়দের দাবি গত কয়েক মাসে যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে সেখানে স্থানীয়দের জায়গা হয়নি। দূরদূরান্ত থেকে নিয়োগ করা হয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা সকাল থেকেই এমসের গেটের সামনে ওই কর্মীদের ঢুকতে বাধা দেন, ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়দের নিয়োগের দাবিতে ফের কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ এলাকাবাসীর। নিজেদের চাষের জমি সরকারকে দিয়ে আজ সেখানে তৈরি হয়েছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া এইমস হাসপাতাল। তবে সেই এমস হাসপাতালে স্থানীয় কোন লোকজনের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, কিন্তু বহিরাগত অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীরা নিয়োগ হচ্ছেকল্যাণী এমস এর বিভিন্ন দপ্তরে।তবে কেন স্থানীয় যুবক যুবতীরা নিয়োগ পাবে না। এই কারণে একাধিকবার কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তৎসহ বিজেপির তরফেও করা হয়েছে বিক্ষোভ। তবে সোমবার সকাল হতেই কল্যাণী এইমসের সামনে আবারো স্থানীয়দের নিয়োগের দাবিতে এমসের গেটের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো স্থানীয় মানুষ।তাদের দাবি অতিসত্বর কর্তৃপক্ষকে স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে হবে। একটি সংস্থার মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিয়োগ হচ্ছে তবে সেই সংস্থাও কোনো রকম ভাবে স্থানীয় এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থান দিচ্ছে না। তাদের দাবি একটা সময় এই এমস-এর জমিতে তারা ফসল ফলিয়ে সংসার চালাত। আজ তাদের জমির উপর তৈরি হওয়া এইমস হাসপাতালে তাদেরই কোন নিয়োগ নেই। তারই দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ।
তবে তারা জানাচ্ছেন রোগী পরিষেবা কোন রকম ভাবেই বিঘ্ন ঘটাচ্ছেন না। তাদের দাবি সঠিক নিয়ম হোক এবং স্থানীয়রা কর্মসংস্থান পাক। যদিও বিক্ষোভ চলাকালীনই ঘটনাস্থলে উপস্থিত হয় কল্যাণী থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলে পুলিশ তবে বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত এইমস কর্তৃপক্ষ স্থানীয়দের নিয়োগের কথা মানছেন ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct