আপনজন ডেস্ক: আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরাহ আসন্ন উপনির্বাচনে ধোলাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী নীহার রঞ্জন দাসের বাংলাদেশি বংশোদ্ভূত বলে অভিযোগ করে তার প্রার্থীতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে বিষয়টি তুলে ধরার এবং অসমের জনগণকে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বরাহ। ভূপেন বরাহ বলেন, অমিয় কান্তি দাস প্রকাশ্যে বলেছেন, ধলাইয়ের বিজেপি প্রার্থী নীহার রঞ্জন দাস একজন বাংলাদেশি। বোরাহ প্রশ্ন তোলেন, আসামের মুখ্যমন্ত্রীর এখন আসামের জনগণকে বলা উচিত কেন বিজেপি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। নীহার রঞ্জন দাসকে টিকিট দেওয়ার বিজেপির সিদ্ধান্তের কারণ গোটা রাজ্যকে জানাতে হবে তাকে। আসামের ১১-ধোলাই (এসসি) বিধানসভা উপনির্বাচনের আগে, কাছাড় জেলা থেকে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সেখানে কংগ্রেস প্রার্থী হয়েছেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct