মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ভাইফোঁটা উৎসব হিন্দু-মুসলিম সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্বস্থলীর শ্রীরামপুরে। প্রতি বছরের মতো এবারও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে হিন্দু-মুসলিম ভাই-বোনেরা একত্রিত হয়ে ভাইফোঁটা অনুষ্ঠানে সামিল হন। এখানে হিন্দু বোনেরা মুসলিম ভাইদের, এবং মুসলিম বোনেরা হিন্দু ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করেছেন।
খাদি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভাইদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন ও উপহার দেওয়ার ব্যবস্থা করেন বোনেরা। পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিতে অনুষ্ঠানে গাছ বিতরণও করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct