দেবাশীষ পাল, মালদা, আপনজন: সীমান্তবর্তী এলাকার কলাইবাড়িতে অজানা জ্বরের অবশেষে হদিস মিলল চিকনগুনিয়া নামে রোগ। স্বাস্থ্য দপ্তর তরফ থেকে জানানো হয় ওই এলাকায় ধরা পড়েছে চিকনগুনিয়া রোগ! হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায় বর্তমানে ২৪ জনের দেহে চিকনগুনিয়া রোগের ভাইরাস পাওয়া গিয়েছে । উল্লেখ্য, মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায় গত তিন মাস ধরে অজানা জ্বর নিয়ে আতঙ্ক বাড়ছিল। গ্রামের বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। দু-তিন জ্বর থাকার পর আক্রান্তরা সুস্থ হয়ে উঠলেও, গায়ে-হাতে ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে হাঁটা চলা, ওঠা-বসায় সমস্যা হচ্ছিল। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। তাই জ্বরের ধরন জানতে ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে বাইরে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। তাতেই কলাইবাড়ি এলাকার মোট ২৪ জনের দেহে মিলেছে চিকনগুনিয়ে রোগের ভাইরাস। এই প্রসঙ্গে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছেন, মালদায় এই প্রথম একটি এলাকায় একসঙ্গে এতজনের দেহে চিকনগুনিয়ে জ্বরের ভাইরাস ধরা পড়েছে। যা মূলত ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা থেকেই ছড়ায়। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন সতর্ক ও সচেতন থাকতে হবে। কোনমতেই বাড়ি বা বাড়ির আশপাশে জল জমতে দেওয়া যাবেনা। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। শরীর ঢাকা পোশাক পরতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct