নিজস্ব প্রতিবেদক, গাইঘাটা, আপনজন: টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গাইঘাটা থানার শিমুলপুর এলাকায় ৷ নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, সুজিত পাল ওরফে বাবুসোনা নামে এক যুবক প্রায় দেড় বছর ধরে তাঁদের মেয়েকে উত্তক্ত করছে । এই ঘটনার কথা ওই নাবালিকা তার পরিবারের লোকেদেরকে জানায় । ওই যুবক বিবাহিত হওয়া সত্ত্বেও তার এহেন আচরণ মেনে নিতে পারছিল না নাবালিকার পরিবারের লোকেরা ৷
পরিবারের সদস্যদের পরামর্শে ওই নাবালিকা বাবুসোনা নামের ওই যুবককে এড়িয়ে চলতে থাকে । কিন্তু তাতেও রেহাই মিললো না । অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার পথে বাবুসোনা নামের ওই যুবক তাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে । এত কিছুর পরেও নাবালিকা বাড়ি ফিরে বাড়ির লোকেদেরকে কিছু জানায়নি । শনিবার দুপুরে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে নিজের গলায় ফাঁস লাগানোর চেষ্টা করে ওই নাবালিকা । তখন বিষযটি নজরে আসে বাড়ির লোকেদের। এরপর তাকে চেপে ধরতেই সে সমস্ত ঘটনার কথা বাড়ির লোকেদের খুলে বলে । পরিবারের লোকেরা এরপর গাইঘাটা থানায় বাবুসোনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের বক্তব্য, বাবুসোনা নামের ওই যুবক বিবাহিত । তারপরও সে এইরকম কাজ করে বেড়াচ্ছে । তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct